আপনজন ডেস্ক: আন্তর্জাতিক ক্ষেত্রে ফের একবার দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার মুকুটে জুটল নতুন পালক। আমেরিকার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিচারে ভারতের অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বা বিশ্লেষণী রসায়নের ক্ষেত্রে শীর্ষ স্থান পেয়েছেন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমরান আলি।
আর স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে যে বাছাই বিজ্ঞানীদের তালিকা করেছেন তাতে ইমরান আলির র্যাঙ্ক হয়েছে ২৪তম। ইমরান আলি সারা বিশ্বজুড়ে অ্যান্টি ক্যান্সার ওষুধ নিয়ে গবেষণার জন্য পরিচিত।
বিশ্ববিখ্যাত জার্নাল ‘পিএলওএস বায়োলজি’-তে এই তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্বের সর্বমোট ৬৮,৮০,৩৮৯ জন বিজ্ঞানীর তালিকা প্রকাশ করা হয়েছে ওই জার্নালে। এদের মধ্যে জামিয়ার আরও ১২জন গবেষক পৃথিবীর শীর্ষ দু শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।
জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার উপাচার্য অধ্যাপক নাজমা আখতার বলেছেন, অধ্যাপক ইমরান আলি দেশের এক নম্বর অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির তালিকায় আসাটা জামিয়ার জন্য গর্বের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct