কুলপি: নয় কোনও বিভেদ, নয় সম্প্রদায়গত হিংসা, নয় কোনও বিভাজন। তাই আমরা হিন্দু-মুসলমান জাতি ধর্ম বর্ণ মিলেমিশে এক হয়ে থাকব। দেশে ধর্ম নিয়ে যে ভেদাভেদ তৈরী একটি রাজনৈতিক দল, দেশের ঐক্যকে নষ্ট করছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। দক্ষিণ ২৪পরগনা জেলার কুলপি করঞ্জলি হাই স্কুল মাঠ থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। সংখ্যালঘু মন্ত্রী এছাড়াও বলেন, এখানে রাম-রহিম সবাই সমান, নিজেদের মধ্যে কোন ভেদাভেদ নেই থাকবেও না।
কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও উত্তর প্রদেশে নারী নির্যাতনের প্রতিবাদে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যেগে এই প্রতিবাদ সভা করা হয়। এখানে হাজার খানেক মানুষের জনসমাগম হয়। ওই জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন দক্ষিণ ২৪পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভাশিস চক্রবর্তী, কুলপির বিধায়ক জগরঞ্জন সহ, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct