আপনজন ডেস্ক: বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালীন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে পাঁচ শতাধিক কর্মী বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেস যোগদান করে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতি তত সরগরম হয়ে উঠছে। রাজ্যের ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন রকমের পথ অবলম্বন করে চলেছে।তার’ই রেশ ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত যোগেশগঞ্জ বাজারের পাশে নেতাজি ময়দানে এক বিশাল জনসভা আয়োজিত হয়।
ওই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভার মুখ্য সচেতক ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ,বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নুসরাত জাহান, স্বাস্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , পরিষদীয় সচিব ও জেলার কো-অর্ডিনেটর পার্থ ভৌমিক, বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক কাম ফুটবলার দীপেন্দু বিশ্বাস, কর্মাধ্যক্ষ ও জেলার কো-অর্ডিনেটর নারায়ন গোস্বামী, জেলা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা এ কে এম ফারহাদ, স্থানীয় বিধায়ক দেবেশ দাশ, ব্লক সভাপতি সহিদুল ইসলাম,সহ জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ। জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হিঙ্গলগঞ্জের জনসভা থেকে জেলায় বিরোধী শূন্য করার ডাক দেয়। রাজ্য সরকারের প্রকল্পের ফিরিস্তি তুলে ধরে মানুষের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস সরকার আছে বলে তিনি ঘোষণা করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার মাটি শক্ত ঘাঁটি এখানে বিরোধীদের কোনও স্থান নেই। উন্নয়নের ধারা ও সম্প্রীতির বার্তা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন বাঙালির ভাবাবেগে আঘাত করে বিজেপি যে খেলা শুরু করেছে যা কখনই বাংলার সভ্য সমাজ মেনে নেবে না। জেলা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা এ কে এম ফারহাদ বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য বিধানসভা উপহার তুলে দেওয়া হবে।
আমরা নেতৃত্বের প্রতি গভীর আস্থা রেখে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় এগিয়ে চলব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct