আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসিটি কে হাসবেন তা নিয়ে গতকালও ধোঁয়াশা ছিল। কালন, জো বাইডেন ২৬৪টি ইলেক্টরাল ভোট পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল মাত্র আর ৬টি ভোট। ২৭০টি ইলেক্টরাল ভোটের লক্ষ্য নিয়ে এগিয়ে শুক্রবার দেকা যায় তার থেকে অনেকটাই এগিয়ে জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়াতে দীর্ঘ সময় এগিয়ে থাকলেও এবার পিছিয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সর্বশেষ ঘোষণা করা ফলে দেখা গেছে, ৫ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এই রাজ্যে জয় পেলে ২০টি ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন তিনি।
এরপর সুখবর আসে জর্জিয়া প্রদেশে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন ট্রাম্প থেকে ১ হাজার ৫৭৯ ভোটে এগিয়ে আছেন। কিন্তু তারপর ট্রাম্পের আপত্তিতে জর্জিয়ায় ফের পুনর্গণনার নির্দেশ দিয়েছেন জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার। তবুও যা ইঙ্গিত তাতে দেখা যাচ্ছে হোয়াইট হাউসে পৌঁছানোর আরও কাছাকাছি জো বাইডেন।
মার্কিন নির্বাচনের ফলাফল বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে হোয়াইট হাউসে পৌঁছাতে হলে জো বাইডেনকে অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে অন্তত দুটিতে কিংবা পেনসিলভানিয়াতে জয়লাভ করতে হবে। অ্যারিজোনায় ইতোমধ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। সে কারণেই বিভিন্ন সংবাদমাধ্যমে দুই প্রার্থীর ইলেক্টোরাল ভোট সংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে।
মার্কিন সংবাদ সংস্থা জানাচ্ছে, বাইডেন বর্তমানে ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। এর সঙ্গে এবার যদি পেনসিলভানিয়ার এগিয়ে যাওয়াকে জয় হিসেবে বদলে দিতে পারেন, তাহলেই ২৭০-এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবেন তিনি।
শুক্রবার সকালে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে আসা প্রায় ৩১ হাজার ভোট গণনা করা হয়েছে। এতেই ট্রাম্পকে পাঁচ হাজারের বেশি ভোটে পিছনে ফেলেছেন তিনি। গত কয়েক দিনই এই রাজ্যটিতে এগিয়ে ছিলেন ট্রাম্প। পরে মেইল-ইন ও অনুপস্থিতি জনিত ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দুজনের ব্যবধান কমতে শুরু করে।
পেনসিলভানিয়ার সেক্রেটারি অব স্টেট ক্যাথি বোকভার বলেছেন, শুক্রবারের মধ্যেই বাকি থাকা ভোটের বেশিরভাগই গণনা শেষ হয়ে যাবে। রাজ্যের ভোট গণনা শেষ করতে কর্মকর্তারা কঠিন পরিশ্রম করছেন বলে জানান তিনি।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন করে আবার ভোট গণনা হবে। রাজ্যের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার এই ঘোষণা দিয়েছেন।ব্র্যাড রাফেন্সবার্গার বলেছেন, ৪ হাজার ১৬৯টি ভোট গণনা এখনও বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮ হাজার ভোট এখন ডাকে রয়েছে। তিনি জানান, আজ দিনের মধ্যে এসে পৌঁছুতে পারলে সেগুলোও গণনা করা হবে।
তিনি আরো বলেন, এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন, ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে। রাফেন্সবার্গার বলেন, আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক। এরপরই কোন প্রশ্নের জবাব না দিয়ে রাফেন্সবার্গার চলে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct