২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি যাতে তাদের ক্ষমতা ধরে রাখতে পারে তার জন্য আজ মঙ্গলবার বিশেষ বৈঠক হচ্ছে। সারাদিন ধরে চলা এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পর্যালোচনা করবেন। এর জন্য যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে স্্সিব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে।
উত্তরপ্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুনাচলপ্রদেশ, গুজরাত, বিহার সহ বিভিন্ন রাজ্যের ১৫জন মুখ্যমন্ত্রী ও সাতজন উপমুখ্যমন্ত্রী এই রিভিউ মিটিংয়ে হাজির থাকছেন। জোটসঙ্গী হিসেবে বিহার, নাগাল্যান্ড ও অরুণাচলের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির অবস্থা খারাপ হতে থাকায় এবং বিরোধী শক্তি জোর পাওয়ায় সেখানকার পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অমিত শাহ সম্প্রতি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য ঘুরেছেন। তাই সেসব রাজ্যে বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচনে কিভাবে ভাল ফল করতে পারে সেটাই আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct