আপনজন ডেস্ক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সা.-কে অবমাননার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিমরা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সময় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করল ফ্রান্সের একদল মুসলিম যুবক। একদর মুসলিম যুবক বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করতে গির্জা পাহারা দিচ্ছে দিনরাত।
ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ফ্রান্সের নিস নামক একটি শহরের গির্জায় ভয়াবহ ছুরিকা হামলা ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপর ওই ঘটনা শুনে আঁতকে উঠেন ফরাসি বংশোদ্ভূত মুসলিম ইলিয়াজিদ বেনফেরহাট। পরে তার উদ্যোগে অল সেন্টস হলিডে উইকেন্ডে শহরের একটি গির্জা পাহারা গিয়েছেন তারা।তাদের এমন উদ্যোগে আশার আলো জেগেছে বলে জানিয়েছে প্যারিসের ধর্মযাজকরা।
এ ব্যাপারে সংবাদ সংস্থা এপিকে বেনফেরহাট বললেন, আমি কিন্তু একজন মুসলিম…আমরা দেশে ইসলামোফোবিয়া দেখেছি। সন্ত্রাস দেখেছি। তিনি বলেন, যতবার ফ্রান্সে চরমপন্থিরা আঘাত হানে, ততবার ফরাসি মুসলিমদের অপবাদ দেওয়া হয়। অথচ এই হামলার ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততাই থাকে না।
তিনি আরও বলেন, অন্য সব কিছুর আগে আমার বড় পরিচয় আমি একজন ফরাসি। আমার মায়ের জন্ম আলজেরিয়ায়। কিন্তু আমার জন্ম ফ্রান্সে। আর এদেশেই আমার বেড়ে ওঠা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct