আপনজন ডেস্ক: কেরল সরকারের ঘোষণার একদিন পেরতে না পেরতেই ঝাড়খণ্ডের আরও এক অবিজেপি সরকার জানিয়েছিল, তারাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে নিচ্ছে। বুধবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করার কথা জানানোর পর বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়ে দিলেন তার রাজ্যেও 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে নেওয়া হল।
উল্লেখ্য, সিবিআইয়ের উপর থেকে 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করার ক্ষেত্রে পথ দেখিয়েছিল অন্ধ্রপ্রদেশ। তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রীয় সরকার বারে বারে সিবিআই ‘জুজু’ দেখাচ্ছে অভিযোগ তুলে আইনের বেড়াজালে রাজ্যের বিনা অনুমতিতে অন্ধ্রপ্রদেশে সিবিআইকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। একইভাবে সারদা কাণ্ডে তৃণমূল নেতাদের প্রতি সিবিআই ‘হানা’র মাধ্যমে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চন্দ্রবাবুর সঙ্গে সহমত পোষণ করেছিলেন। সিবিআই তদন্ত করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে জানিয়ে দিয়েছিলেন। সেই পথে এগোল অবিজেপ রাজ্য ঝাড়খণ্ড, কেরল, পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, রাজস্থান ও মহারাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct