আপনজন ডেস্ক: দেশজুড়ে যতই সাম্প্রদায়িক শক্তি দাপিয়ে বেড়াক না কেন, এখনও যে দুই সম্প্রদায়ের মানুষেরে মধ্য সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে তা আরও একবার প্রমাণ করল কেরল। মন্দিরে প্রবেশের জন্র উপযুক্ত রাস্তা না থাকায় তাদের সাহায্যে এগিয়ে এল মসজিদ কমিটি। মসজিদ কমিটির উদ্যোগে নির্দ্বিধায় মন্দিরের জন্য দিয়ে দেওয়া হল মসজিদের জমি। এই সম্প্রীতির নজির সৃষ্টি হয়েছে কেরলের সবচেয়ে মুসলিম অধ্যুষিত জেলা মালাপ্পুরমের মুঠুওয়ালুর পঞ্চায়েত এলাকায়।
মুঠুওয়ালুর পঞ্চায়েতেও পাহাড়ি এলাকায় অবস্থিত কোজিকোদন মুচিঠাদম ভগবতী মন্দির। মন্দিরের পাশে যেসব জমি রয়েছে সেগুলি ছাড়াও লাগোয়া কোচিক্কোডান মোচিথাদাম নামে কলোনির বহু জমির মালিকও মসজিদ কর্তৃপক্ষ। ওই মন্দিরে যাওয়ার সরাসরি কোনও রাস্তা ছিল থাকায় একটা ছোট পাহাড় পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে ভক্তদের প্রচুর অসুবিধায় পড়তে হত। চার দশক ধরে এই সমস্যার কথা মন্দির কর্তৃপক্ষ মসজিদ কমিটিকে জানানোয় তারা এগিয়ে আসে। ধর্মের বিভেদ ভুলে মসজিদ কর্তৃপক্ষ মন্দিরে প্রবেশের জন্য নির্দ্বিধায় জমি দান করল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দির যাওয়ার জন্য ১১৫ মিটার রাস্তার জমি মসজিদ কমিটি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ায় সেই রাস্তাটি সম্প্রতি জনগণের জন্য খূলে দেওয়া হয়েছে। ফলে, মন্দিরে প্রবেশের জন্য আর ঘুরপথে যেতে হচ্ছে না।
এ ব্যাপারে পারাথাক্কাড জুমা মসজিদ কমিটির সম্পাদক শিহাব এদাক্কাদ জানান, পঞ্চায়েতের তরফে রাস্তাটি তৈরি করে মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। তাই মন্দিরে যেতে আর কোনও অসুবিধা হবে না। ইসলামের আদর্শ অনুযায়ী পরধর্ম সহিষ্ণুতার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের সভাপতি আহমদ সগির জানিয়েছেন, মন্দির কমিটি মন্দিরে পৌঁছানোর জন্য যদিগ সিঁড়ি তৈরির প্রয়োজন হয় তাও করে দিতে রাজি মসজিদ কমিটি।
মসজিদ কমিটির এই দানে উচ্ছ্বসিত মন্দিরের পুরোহিত বাবু চেলোথ উনিয়াথন। তিনি বলেন, চার দশকের পুরনো এই মন্দিরে প্রবেশ করতে সমস্যায় পড়তে হত। মসজিদ কমিটি প্রায় পুরোন এই মন্দির। মসজিদ কমিটি ১১৫ মিটার রাস্তা মন্দিরকে দান করায় সেই সমস্যার সমাধান হল। এই সৌভ্রাতৃত্বের জন্য তিনি মসজিদ কমিটির ভূয়সী প্রশংসা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct