আপনজন ডেস্ক: দেশজুড়ে পশ্চাদপদ দলিত তথা তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করার অভিযোগ দিনে দিনে বাড়ছে। কিন্তু সেই ধরনের অপমানজনক ঘটনা দিনে দিনে বাড়তে থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উত্তরাখণ্ড হাইকোর্টে মামলা হয়। উত্তরাখণ্ড হাইকোর্টের এসসি, এসটিদের বিরুদ্ধে কটু কথা বলা অপরাধ হিসেবে গণ্য করে। সেই রায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন হিতেশ ভার্মা নামে অভিযুক্ত ব্যক্তি। সেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাক্ষী ছাড়া বাড়ির চার দেওয়ালের মধ্যে এসসি, এসটিদের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। একইসঙ্গে তফসিলি জাতি বা উপজাতি আইনের আওতায় হিতেশ ভার্মার বিরুদ্ধে চার্জশিট খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। যাঁর বিরুদ্ধে এক মহিলাকে তাঁর বাড়ির মধ্যেই কটু কথা বলার অভিযোগ উঠেছিল।
বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অজয় রাস্তোগির গঠিত সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, কোনও মানুষের প্রতি অপমান বা ভয় দেখানোকে তফসিলি জাতি বা উপজাতি আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য করা হবে না, যদি না তিনি তফসিলি জাতি বা উপজাতি শ্রেণির হওয়ার জন্যই শুধু সেই অপমান বা ভয় দেখানো হয়। যদিও একইসঙ্গে ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, জনগণের দৃষ্টিগোচরের মধ্যে কোনও স্থানে যখন সমাজের সেই শ্রেণির মানুষকে ‘অসম্মান, অবমাননা এবং নিগ্রহ’-এর মুখে পড়তে হয়, তখন তফসিলি জাতি বা উপজাতি আইনের আওতায় তা অপরাধ হিসেবে ধরা হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর হিতেশ ভার্মা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল এসসি, এসটি নিবারণ আইনের ভিত্তিতে। তফসিলি জাতি বা উপজাতি আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সেই মামলায় উত্তরাখণ্ড হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দেয়। তারপর উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন হিতেশ। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct