আপনজন ডেস্ক: শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যের শাসক দলকে নিশানা করে মন্তব্য করেন, তোষণের রাজনীতি করে বাংলার ঐতিহ্যকে নষ্ট করছে। তার সেই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস অমিত শাহের মন্তব্যের চরম সমালোচনা করে বলেছে, বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির কোনও স্থান নেই। তৃণমূল সাংসদ সৌগত রায় অমিত শাহকে নিশানা করে বলেন, তিনি দক্ষিণেশ্বরে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে আসলে শ্রীরামকৃষ্ণের পবিত্র ভূমির ঐতিহ্য নষ্ট করলেন।
উল্লেখ্য, অমিত শাহ দক্ষিণেশ্বরে গিয়ে বলেন, এই বাংলা পবিত্র ভূমি। চৈতন্য মহাপ্রভু, স্বামী প্রণবানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মানুষ জন্মেছেন এই পবিত্র ভূমিতে। অথচ এই মাটিতে তোষণের রাজনীতি বাংলার পরম্পরা নষ্ট করছে।
একুশের রাজ্য নির্বাচনকে দলীয় সংগঠনকে মজবুত করে দুই সফরে এসে বৃহস্পতিবার বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ ধ্বনিত হচ্ছে। তার দলের জন্য বিদায় ঘণ্টা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছিলেন। এরপর তোষণের রাজনীতির অভিযোগ তোলেন শুক্রবার।
অমিত শাহের বক্তব্যের নিন্দা করে তৃণমূল সাংসদ বলেন, রাজ্যের সংখ্যালঘুদের বিকাশের জন্য কিছু করা অপরাধ বলে আমি মনে করি না। তিনি কেন দুর্গাপূজার অনুমতির ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা বলছেন না সে প্রশ্ন তোলেন।? সৌগত বলেন, এটাও কি সংখ্যালঘু তোষণ? তারপর সৌগত বলেন, বাংলায় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই।
সৌগতর সুরে অমিত শাহরে সমালোচনা করেন রাজ্যর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি, দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোকদের উপর নির্যাতন করা হচ্ছে। সর্বত্র নৃশংসতা বিরাজ করছে। তাই মতুয়া সম্প্রদায়ের কোনও ব্যক্তির বাড়িতে মধ্যাহ্নভোজন করার বিধানসভা নির্বাচনের আগে একটা নাটক মাত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct