আপনজন ডেস্ক: এক সম্প্রদায়ের ধর্ম স্থানে অন্য সম্প্রদায়ের মানুষের প্রার্থনা করার ঘটনা ঘটেছিল কিছুদিন অগে। এবার ঠিক তার বিপরীত ঘটনা ঘটল মথুরায়। কিছুদিন আগে অভিযোগ উঠেছিল মথুরারনন্দ বাবা মন্দিরে ‘খুদা-ই খিদমতগার ‘ সংগঠনের প্রধান ফয়জল খান চুপিসাড়ে ঢুকে নামায পাঠ ও প্রার্থনা করেছিলেন। তার জেরে পুলিশ তাকে গ্রেফতার করে্। সেই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও, এভাবে মন্দিরে ঢুকে নামায পড়া কতটা জায়েজ না নিয়ে প্রশ্ন ওঠে। নিন্দা জানানো হয়, আলেম সমাজের তরফ থেকেও। এবার তার প্রায় পালটা ঘটনা ঘটল সেই মথুরাতেই।
উত্তরপ্রদেশের মথুরার ইদগাতে এবার হনুমান চালিশা পাঠ করার অভিযোগ উঠল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। এভাবে মসজিদের মধ্যে হনুমান চলিশা পড়ার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই চার যুবকের নাম সৌরভ লাম্বারদর, কানহা, রাঘব ও কৃষ্ণ ঠাকুর।
এ ব্যাপারে মথুরার পুলিশ সুপার শিরীশ চন্দ্র জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মারফত জানা যায়, কয়েক জন যুবক মথুরার গোবর্ধন এলাকায় ইদগাতে ঢুকে হনুমান চালিশা পাঠ করেছেন। যদিও অভিযুক্তরা দাবি করেছেন, এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এই কাজ করেছেন। যদিও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct