আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন হাড্ডাহাড্ডা লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যা ফলাফল সামনে এসেছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের এগিয়ে থাকার খবর মিলেছে। যদিও গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউই নিশ্চিত নন কে জিতছেন।
জানা গেছে, বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার। তার মধ্যে সন্ধ্যা পর্যন্ত ২৩৮টি ভোট পেয়েছেন ডেমোক্রেটপ্রার্থী জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ভোটকেন্দ্র স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ বন্ধ হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। চুড়ান্ত ফলাফলও প্রায় ঘনিয়ে এসেছে।
মার্কিন সংবাদ মাধ্যম সূত্র জানাচ্ছে, জো বাইডেন পেয়েছেন ৬ কোটি ৮৮ লাখের বেশি পপুলার ভোট (৫০ শতাংশ)। ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬৬ লাখের বেশি (৪৮.৪)। প্রসঙ্গত, ২০১৬ সালে ট্রাম্পের চেয়ে ৩০ লাখ বেশি পপুলার ভোট পেয়েও পর্যাপ্ত ইলেক্টোরাল ভোট না পাওয়ায় হেরে গিয়েছিলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে সিনেটে সংখ্যগরিষ্ঠতা অর্জন করতে প্রয়োজনীয় ৫১টি আসনের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট দু’দলই এখন পর্যন্ত ৪৭টি আসন পেয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দল এখন পর্যন্ত পেয়েছে ১৮৮টি আসন, রিপাবলিকান দল ১৮১। গুরুত্বপূর্ণ ১২রাজ্যের মধ্যে ট্রাম্প ফ্লোরিডা, আইওয়া, ওহাইও এবং টেক্সাসে জয় পেয়েছেন। বাইডেন জয় পেয়েছেন আরিজোনা ও মিনেসোটায়। জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, নাভাদা, পেনসেলভেনিয়া ও উইসকনসিনের ভোট গণনা বাকি রয়েছে। উইসকনসিনের ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম পোস্টাল ভোট পড়ায় বাকি রাজ্যগুলোর ভোট গণনা শেষ হতে একদিনেরও বেশি সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে প্রয়োজন ২৭০-টি ভোট। ২১টি রাজ্যে রিপাবলিকান দলের জয় নিশ্চিত। রাজ্যগুলোর ইলেক্টোরাল ভোট ১৪৩। ১৭টি রাজ্যে ডেমোক্রেট হিসেবে খ্যাত। এই রাজ্যগুলোতে ইলেক্টোরাল ভোট ২২৪। ১২টি রাজ্য ব্যাটেলগ্রাউন্ড স্টেট হিসাবে পরিচিত। ১৭১টি ইলেক্টোরাল ভোটসমৃদ্ধ এখানকার ভোটাররা বারবার ডেমোক্রেট-রিপাবলিকান শিবিরে মত পরিবর্তন করেন। তাই তাদেরও উপরই নির্ভর করছে কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct