আপনজন ডেস্ক: ইদানীং কালে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় ইভিএম মেশিনের সাহায্যে। এখন ব্যালট পেপার প্রায় ব্রাত্য। যদিও এই ইভিএম মেশিনে কারচুপি করে কেন্দ্রে শাসক দলের ভোটে জেতার অভিযোগ করে আসছে বিরোধী দলগুলি। বিরোধী দলগুলির দাবি ছিল, ব্যালট পেপারে ভোট হলে আর শাসক দল ভোটে কারচুপি করতে পারবে না। তাই ফের ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
বুধবার বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ইভিএস পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে গিযে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। বিহারের আরারিয়ায় কংগ্রেসের এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধি বলেন, ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এখন ইভিএম নয় এমভিএম। এর অর্থ মোদী ভোটিং মেশিন। এভাবে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, বিহারে এবার মহাজোটই ক্ষমতায় আসবে। আর তার জন্য প্রধান ভরসা যুব সম্প্রদায়। বিহারের যুব সম্প্রদায়ের বিজেপির উপর ক্রোধই তাদেরকে জেতাতে সহায়ক করে তুলবে।
মোদির সঙ্গে সঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও সমালোচনা করতে পিছপা হননি। রাহুল প্রশ্ন তোলেন নীতিশ কুমারের নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি কোথায় গেল। মূলত আরারিয়ার জনসভায় বেকারত্বকেই ঢাল করেন রাহুল। সেটাকেই প্রধান ইস্যূ তৈরি করছেন বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে।
রাহুল আরও বলেন, নীতিশ কুমার যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানে যুবকরা জিজ্ঞেস করছেন চাকরি কোথায়। কোথায় গেল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি। উলটে নীতিশ কুমার তাদেরকে হুমকি দিচ্ছেন। তাদেরকে মারধর করে বলা হচ্ছে তোমাদের ভোটের প্রয়োজন নেই।
রাহুল এ নিয়ে বলেন, নীতিশ কুমার কোনও একজন যুবককে এ সব কথা বলছেন না, সগম্র যুব সম্প্রদায়কে বলছেন। তিনি ঠিকই বলেছেন। তাই বিহারের যুবকরা এবার আর তাকে ভোট দেবেন না।
আরারিয়ার নির্বাচনী সভা থেকে কিছু মানুষ চিৎকার করে রাহুলের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘ইভিএম’। তখন রাহুল বলেন, ‘ইভিএম’? এটা ইভিএম নয়, এমভিএম, যার অর্থ মোদি ভোটিং মেশিন। ‘ই’ লেখা হয়েছে এমনিতে, আসলে এটি এমভিএম বা মোদি ভোটিং মেশিন। কিন্তু এই সময় বিহারের যুব সম্প্রদায় ক্ষুব্ধ। তাই ইভিএম বা এমভিএম যাই হোক না কেন এবারের বিধানসভা নির্বাচনে মহাজোটই জিতবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct