আপনজন ডেস্ক: স্বাধনিতার পর এই প্রথম দেশের সংসদের উচ্চকক্ষে কংগ্রেস সাংসদদের সংখ্যা চল্লিশের নীচে নেমে গেল। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সোমবারের নির্বাচনে ১০টি আসনে জিতে রাজ্যসভায় এখন প্রায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি। এই জেতার ফলে দোরগোড়ায় পৌঁছে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সংসদের উচ্চকক্ষে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল ৯৪। ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় এনডিএ-র অন্য শরিক দল জেডিইউ, এআইএডিএমকে, রিপাবলিকান পার্টি, অসম গণ পরিষদের আসন সংখ্যা মিলিয়ে এনডিএ শিবির পৌঁছে গেল ১১৮-য়।
উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর রয়েছেন। ২টি আসনে জিতেছেন সপার রামগোপাল যাদব এবং বসপার রামজি গৌতম। উত্তরাখণ্ডের একটি মাত্র আসন বিজেপি জিতেছে।
তবে এনডিএ ধাক্কা খেয়েছে শিরোমণি অকালি দল এবং শিবসেনা জোট ছাড়ায়। রাজ্যসভায় দুই দলের তিনজন সাংসদ রয়েছেন। বিহারে দুটি আসন ফাঁকা রয়েছে। তাদের মধ্যে একটি হল প্রয়াত রামবিলাস পাসওয়ানের আসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct