আপনজন ডেস্ক: ‘লাভ জিহাদ’ নিয়ে বিজেপির অন্দরমহলে ব্যাপক শোরগোল হওয়ায় এবার একে একে বিজেপি শাসিত রাজ্যগুলি বিশেষ সতর্কতা অবলম্বন করছে। সেই সতর্কতার অঙ্গ হিসেবে চালু হচ্ছে ‘লাভ জিহাদ নিবারণে বিশেষ আইন। এর আগে ‘লাভ জিহাদ’ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ ও হরিয়ানা বিশেষ আইন চালু করে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে। এবার সেই পথে এগোল আর এক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ।
রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ইঙ্গিত দিয়েছিলেন সে রাজ্যে ‘লাভ জিহাদ’ রুখতে নয়া আইন চালুর ব্যাপারে। আর কংগ্রেসের হাত থেকে সরকার কেড়ে নিজের ক্ষমতায় নিয়ে আসার পর বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান সোমবার ইঙ্গিত দিলেন ‘লাভ জিহাদ’ রুখতে নতুন আইন নিয়ে আসছে মধ্যপ্রদেশ সরকারও।
শিবরাজ চৌহান সোমবার ভোপালে সাংবাদিকদের বলেন, ভালবাসার নামে জিহাদ যে কোনও মূল্যে রুখবে মধ্যপ্রদেশ সরকার। তাই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে জরুরি আইন করা হবে।
রাজনৈতিক মহলের ধারণা হিসেব কষেই মেরুকরণের জন্য মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এই পদক্ষেপ নিয়েছেন। গত সপ্তাহে ২১ বছর বয়সি কলেজ ছাত্রী নিকিতা তোমরকে এক ব্যক্তির হরিয়ানার বল্লভগড়ে গুলি করে হত্যা করলে ‘লাভ জিহাদ’-এর বিষয়টি মাথাচাড়া দেয়। তোমরের বাদির লোক অভিযোগ করেন তাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ সৃষ্টি করছিল অভিযুক্ত। বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ হতে শুরু করে। তখনই কংগ্রেস বিধায়করা পদত্যাগ করে বিজেপিতে যোগদান করায় ২৮টি বিধানসভার উপনির্বাচন সামনেই। তাই তার আগে ‘লাভ জিহাদ’ রুখতে আইন প্রণয়ন করে মানুষের মন জয় করতে চাইছেন শিবরাজ চৌহান তথা বিজেপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct