আপনজন ডেস্ক: সোমবার আবু ধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ জিতে মহা খুশি দিল্লি ক্যাপিটালস। হেরেও সন্তুষ্ট বিরাট কোহলিরা। কারণ আইপিএল ২০২০-র প্লে-অফে পৌঁছে গেল উভয় দলই। এই ম্যাচ জেতার ফলে মুম্বইয়ের সঙ্গে কোয়ালিফায়ার খেলবে দিল্লি। বাকি থাকা চার নম্বর দলের জন্য লড়াই কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে।
That's that from Match 55.@DelhiCapitals win by 6 wickets and book the No.2 spot in #Dream11IPL 2020 Points Table. pic.twitter.com/QGkcH0TNtF — IndianPremierLeague (@IPL) November 2, 2020
এদিন শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানের চওড়া ব্যাটে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। এদিন টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রেয়স আইয়ার। কারণ শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেছিলেন দিল্লি অধিনায়ক।
We have the three qualifiers for #Dream11IPL 2020.
Who will take the vacant spot? pic.twitter.com/6PkxK6nzsa— IndianPremierLeague (@IPL) November 2, 2020
তবে প্লেঅফার আগের ম্যাচে জ্বলে উঠতে পারলেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। আরসিবির হয়ে ওপেনার দেবদত্ত পাড়িক্কল অর্ধশতরান করেন। এটি টুর্নামেন্টে তাঁর পঞ্চম অর্ধশতরান। পাড়িক্কল ৫টি চারের সাহায্যে ৪১ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন। বিরাট কোহলি ২৪ বলে ২৯ এবং ডিভিলিয়ার্স ২১ বলে ৩৫ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩টি উইকেট নেন ফাস্ট বোলার আনরিচ নরকিয়া। ২ উইকেট নেন কাগিসো রাবাডা। একটি উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন।
FIFTY!@ajinkyarahane88 brings up a fine half-century. His 28th in IPL.#Dream11IPL pic.twitter.com/yzYVdbBAjC — IndianPremierLeague (@IPL) November 2, 2020
দিল্লি ক্যাপিটালস ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ওপেনার পৃথ্বী শ-এর উইকেট হারায়। মাত্র ৯ রান করে আউট হয় পৃথ্বী। তবে এরপর শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানের মধ্যে ম্যাচ জেতানো গুরুত্বপূর্ণ ৮৮ রানের পার্টনারশিপ গড়ে উঠে। ৪১ বলে ৬টি চারের সাহায্যে ৫৪ রান করে আউট হয় শিখর ধাওয়ান। অন্যদিকে ৬০ রানের দাপুটে ইনিংস খেলেন রাহানে। শেষ পর্যন্ত ঋষভ পন্থ (৮) ও মার্কাস স্টইনিস (১০) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। আরসিবি-র হয়ে দুর্দান্ত বোলিং করেন বাংলা স্পিনার শাহবাজ আহমেদ। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে তিনি ২ উইকেট নেন।
Halfway through the chase #DelhiCapitals are 81/1
Live - https://t.co/k9MT7oc7yJ #Dream11IPL pic.twitter.com/R6mXcpzQXA— IndianPremierLeague (@IPL) November 2, 2020
কিছুটা আশা নিয়ে আজকের ম্যাচের দিকে চেয়ে ছিল কলকাতা। কিন্তু তা পূরণ হতে দিলেন না বিরাট কোহলি ও শ্রেয়স আইয়াররা। ফলে প্লে-অফে ওঠার জন্য গ্রুপ লিগের শেষ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct