আপনজন ডেস্ক: ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে টটেনহ্যাম থেকেই রিয়ালে গিয়েছিলেন বেল। চোটের সঙ্গে লড়াই, এরপর ফর্মের অভাব সব মিলিয়ে গত দুই মরশুম তিনি রিয়ালে নিয়মিত ছিলেন না। ফলে নতুন মরশুমে কোচ জিনেদিন জিদানের পরিকল্পনা থেকে ছিটকে যান তিনি। একই সঙ্গে ফিরে আসেন নিজের পুরানো ঠিকানায়। টটেনহ্যামে ফিরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না বেল। তবে প্রিমিয়ার লিগের নামকরা এই ক্লাবটির হয়ে নিজের চতুর্থ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে জ্বলে উঠলেন তিনি।সাত বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে নিজের প্রথম গোল করেন বেল। তার স্বরূপে ফেরার আভাসে খুশি কোচ মরিনহো। শেষ পর্যন্ত প্রতিপক্ষ ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে টটেনহ্যাম। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct