বাইজিদ মণ্ডল: বকখালি তে বেড়াতে গিয়ে স্নান করতে গিয়ে সাগরে তলিয়ে যায় এক পর্যটক, রবিবার সকালে উস্তি থানার খেলারামপুর থেকে ২১ জনের একটি দল বকখালি উদ্দেশ্যে বেরিয়েছিলেন। দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামার পরে হঠাৎ করে তলিয়ে যায় এক যুবক, মৃত ২৯শের তরতাজা যুবক নাম আতিয়ার রহমান গাজী। স্থানীয় দোকানদার ও সিভিক ভলেন্টিয়ার দের কাছ থেকে জানা যায়,সমুদ্রে স্নান করতে যাচ্ছিলেন তখন ভাটা চলছিল, ভাটাটা এতটা বেশি ছিল যে তিন জন পর্যটক সমুদ্রে তলিয়ে যায়, অন্যান্য পর্যটকরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। দাইত্তে থাকা সিভিক ভলেন্টিয়ার দুই জন পর্যটক কে উর্ধার করলেও ৩নম্বর পর্যটক আতিয়ার রহমান মিস্ত্রিকে উদ্ধার করতে পারেনি, মুহূর্তের মধ্যে ভাটার টানে তলিয়ে যায়, নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলেছিল তল্লাশি তার পরে ও খুঁজে পাওয়া যায়নি। প্রতিদিনের ন্যায় আজও জীবিকার সন্ধানে বাহির হয়েছিলেন মৎস্যজীবীরা, কাল থেকে খোঁজ না পেলেও বক খালি থেকে কিছুটা দূরে পাতি বুনিয়া গ্রামে আজ সকালে এক মৎস্য জিবি সপন কুমার মাইতির মাছ ধরার জালে আটকে পড়ে ওই নিখোঁজ ব্যক্তি আতিয়ার রহমান মিস্ত্রি। সঙ্গে সঙ্গে ওই মৎস্য জিবি স্থানীয় লোকজন ও প্রশাসনের কাছে খবর দেন, এবং বক খালি কোস্টাল থানার পুলিশ আধিকারিক ঐ মৃত ব্যক্তিকে উদ্ধার করে মর্গে পাঠানর ব্যাবস্থা করেন। এখন মৃত পরিবারের বাড়িতে খিলারামপুরে শোকের ছায়া নেমে এসেছে,,,,
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct