সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বিষ্ণুপুরে মাটি খননের কাজ চলাকালীন বেরিয়ে এল প্রাচীন ধ্বংসাবশেষ। এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের কালাচাঁদ মন্দিরের ১০০ মিটার দূরে।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় ওই এলাকায় বাড়ি তৈরির জন্য জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল সেই সময় এই প্রাচীন ধ্বংসাবশেষ বেরিয়ে আসে। যেখানে দেখা যাচ্ছে ইটের কারুকার্য সাথে চুন সুরকি রয়েছে যা দেখে আরকিউলজি ডিপার্টমেন্টের আধিকারিকরা মনে করছেন কোন প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ হতে পারে। খবর ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষরা ভিড় জমান ঘটনা স্থলে। তবে এটি কিসের ধ্বংসাবশেষ তার তদন্ত শুরু করেছেন প্রশাসনক আধিকারিকরা। এই মুহূর্তে ওখানে কাজ বন্ধ রয়েছে। নকুল লোহার নামে এক স্থানীয় গ্রামবাসী বলেন, এটি একটি প্রাচীন মন্দিরের চূড়া বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে।
বিষ্ণুপুর এসডিও অনুপ কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আমরা জানতে পেরেছি ওই এলাকায় প্রাচীন মন্দির বা ওই জাতীয় একটি স্ট্রাকচার দেখা গেছে । সঙ্গে সঙ্গে আমরা এডিএলআরও কে খবর দিই উনারা কাজ বন্ধ করেছেন এবং আরকিউলজি ডিপার্টমেন্টের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী সময়ে পুরোপুরি ইন্সপেকশন করে জানা যাবে ওই মন্দিরের কতটা গুরুত্ব রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct