আপনজন ডেস্ক: বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া। সেকানে এখন খানিকটা রাজনৈতিক অস্তিরতা চললেও ইসলামি ঐতিহ্য রক্ষা সে দেশের সরকার নানা উদ্যেঅগ নিয়ে চলেছে। মালয়েশিয়ায় তৈরি হতে যাচ্ছে বিশ্বের একমাত্র ‘কুরআনিক ভিলেজ’। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫০০ মিলিয়ন রিঙ্গিত এবং প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মিত হবে এই মেগা প্রকল্পটি।
শুক্রবার মেগা প্রকল্পটির নকশা উন্মোচন হওয়ার পর মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী তান সেরি আনোয়ার মুসা তার ফেসবুক ও ট্যুইটারে এক বার্তায় বলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তা, কুরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত। সরকার এরইমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সালে এর কাজ শুরু হবে। এটি মুসলিম বিশ্বের একমাত্র প্রকল্প।
প্রকল্পে থাকছে পাঁচ হাজার মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন একটি নতুন মসজিদ, একটি কুরআন বিজ্ঞান ও ভবিষ্যদ্বাণীমূলক জীবনীকেন্দ্র, একটি ছাত্রাবাস, অনুষ্ঠান আয়োজনের স্থান, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র। এটি হবে বিশ্বের একমাত্র কুরআনিক ভিলেজ।
কুরআনিক ভিলেজটি যথাক্রমে মালয়েশিয়া, কুয়েত, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাইয়ের জন্য উৎসর্গকৃত থাকবে বলে জানিয়েছেন আনোয়ার মুসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct