আপনজন ডেস্ক: দেশের সেনাবাহিনী জঙ্গি দমনে এক বড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সাইফুল্লাহ নিহত হয়েছে ভারতীয় সেনাবহিনীর সঙ্গে এক সংঘর্ষে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে হিজবুল প্রধানের হত্যাকে এক মহান বিজয় বলে অভিহিত করেছে।
এনডিটিভি সূত্রে জানা গেছে, গত মে মাসে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের তৎকালীন প্রধান রিয়াজ নাইকো নিহত হওয়ার পর এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব নেয় সাইফুল্লাহ।
এ ব্যাপারে জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধঅন দিলবাগ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ড. সাইফুল্লাহ ছিল হিজবুল মুজাহিদিনের এক নম্বর কমান্ডার। সে এনকাউন্টারে নিহত হয়েছে। এটা সেনা অভিয়ানের এক বড় সাফল্য। সিনিয়র পুরিশ অফিসার বিজয় কুমার বলেছেন, এটা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিরাট বড় সাফল্য। এটা কোনও ছোটখাট ঘটনা নয়। তিনি জানা, গোপন সূত্রে পাওয়া যায় দক্ষিন কাশ্মীর থেকে শ্রীনগের এসেছে সাইফুল্লাহ। তারপর সেই খবর পেয়ে অভিযান চালানো হয়।
বিজয় কুমার আরও জানান, গুলি বিনিময়ের পর সাইফুল্লাহকে হত্যা করা হয়। তার দেহ শনাক্ত করা হচ্ছে। ৯৫ মতাংশ ধারণা সে ড. সাইফুল্লাহই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct