আপনজন ডেস্ক: ফ্রান্সে হযরত মুহাম্মদ সা,-এর কার্টুন প্রকাশকে কেন্দ্র সারা বিশ্বের মুসলিমরা যখন প্রতিবাদে সরব তখন সেই বিতর্কের মধ্যে বেলজিয়ামের এক স্কুল শিক্ষক মহানবী সা.-এর কার্টুন করেছেন। তার দায়ে ওই স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার স্কুলে ওই স্কুলেরই এক শিক্ষক মহানবী সা.-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করেন। বেলজিয়ামের লা লিবরে বেলজিক পত্রিকা জানায়, ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোতে মুহাম্মদ সা.-এর যেসব ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল ওই শিক্ষক একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে তা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। সেইসঙ্গে তিনি একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুল শিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।
যদিও পত্রিকায় ওই স্কুল শিক্ষকের নাম প্রকাশ করা হয়নি। তবে শুক্রবার তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে, ওই স্কুল থেকে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে কিনা এব্যাপারে দেশটির আদালত সিদ্ধান্ত জানাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct