আপনজন ডেস্ক: গত জানুয়ারিতে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দেন ইরফান পাঠান। তবে দশ মাসের মধ্যে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আয়োজনে লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলবেন তিনি। ক্যান্ডির হয়ে ইরফানের সঙ্গে রয়েছেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাঙ্কেটের মতো তারকারা। এলপিএল দিয়ে ইরফান ক্রিকেটে ফিরছেন বলে নিশ্চিত করেন ক্যান্ডির কোচ ও হাসান তিলকরত্নে। এলপিএলে চুক্তিবদ্ধ হওয়ার খবর ইরফান অবশ্য নিজেই জানিয়েছেন।
কয়েকবার প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে গিয়ে শেষ পর্যন্ত অক্টোবরে অনুষ্ঠিত হয়। সেখানে অনেক তারকা ক্রিকেটারকেই ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে প্লেয়ার্স ড্রাফটের পর বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নাম তুলে নেন টুর্নামেন্ট থেকে। এরপরই দলগুলো বিদেশি কোটা পূরণের জন্য চেষ্টা শুরু করে। তাই নিলামের বাইরে ইরফানকে দলে নেয় ক্যান্ডি টাস্কার্স। এলপিএলে দল পেয়ে বেশ উচ্ছ্বসিত ইরফান। তিনি জানিয়েছেন, এই টুর্নামেন্টই নয়, ভালো খেলতে পারলে ভবিষ্যৎ নিয়েও ভাববেন। এক প্রতিক্রিয়ায় ইরফান বলেন, 'এলপিএল খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। ক্যান্ডির হয়ে খেলব। আমি ভারতের টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তাই আমি দেশের বাইরে খেলতেই পারি। উপভোগ্য একটা টুর্নামেন্ট হবে আশা করি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct