বাইজিদ মণ্ডল, কুলপি: এবার সক্রিয় ভাবে রাজনীতিতে পা রাখতে চলেছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। শনিবার কুলপি থানা এলাকার রঘুনাথপুর ঈদগা ময়দানে বিশ্বনবী দিবস উপলক্ষ্যে এসে, এক ধর্মীয় জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানিয়ে দিলেন আগামী ডিসেম্বরেই নতুন দল ঘোষণা করবেন তিনি। তিনি বলেন, যদি তার দল রাজ্যে ক্ষমতায় আসে তাহলে দলিত কিংবা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি ও তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে হুশিয়ারি দিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, যদি আমার কর্মীদের উপর কোনো অত্যাচার হয়,তার ফল ভুগতে হবে এই রাজ্য সরকারের।
পীরজাদা আব্বাস সিদ্দিকী আরও বলেন, মূলত সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার ডাক দিয়ে তার আন্দোলন চলছে। অবশ্য পীরজাদা জানান, তাকে নিয়ে যতই বিতর্ক তৈরি করা হোক না কেন বিজেপিকে রুখতে প্রয়োজনে বিজেপি বিরোধী জোট করে ২১ শের নির্বাচন লড়তে রাজি তার দল। অবশ্য তিনি কখনও নিজে ভোটে লড়বেন না তা স্পষ্টত জানিয়ে দেন এদিন। পাশাপাশি রাজ্যে মোট আসনের মধ্যে ৪৪ টি আসনে প্রার্থী তিনি দেবেন সে কথাও জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct