আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার বারে বারে ট্রেন চালানোর ব্যাপারে রাজ্যের ইচ্ছার উপর ছেড়ে দিরেও রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চলছে। কিন্তু তাতে সাধারণ মানুষের ওঠার অনুমতি নেই। কিন্তু সাধারণ মানুষের দাবি যানবাহনের অসুবিধা থাকায় তাদেরও ওই স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দিতে হব্ এই নিয়ে এর আগেও বেশ কিছু স্টেশনে এ নিয়ে রেলকর্মী, আরপিএফদের সঙ্গে বচসাকে কেন্দ্র স্টেশন সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারও রেল স্পেশাল ট্রেনে সাধারণ মানুষকে ওঠার দাবিতে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল হাওড়া স্টেশন। যাত্রী বিক্ষোভকে কেন্দ্র করে রেল পুলিশের সঙ্গে যাত্রীদের প্রথমে বচসা ও পরে তা সংঘর্ষের রূপ নেয়।
জানা গেছে, এদিন হাওড়া স্টেশনে দাবি করেন তাদেরকেও স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে। কিন্তু রেলপুলিশ তাদেরকে উঠতে না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে। বেশিরভাগ যাত্রীর বক্তব্য ছিল প্রতিদিন কাজের তাগিদে কলকাতায় আসতে হয়। তাই কী করে বাড়ি ফিরবে তারা যদি ট্রেনে ফেরার অনুমতি না মেলে। এই দাবি তুললে স্টেশনের প্রবেম পথ বন্ধ করে দেওয়া হয়। তখন জোর করে স্টেশনে ঢুকতে গেলে জিআরপি ও আরপিএফ এর সঙ্গে বচসা বাধে যাত্রীদের সঙ্গে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় পুলিশ তাদের লাঠি চার্জ করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিসের পক্ষ থেকে।
এ নিয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অমিতাভ চট্টোপাধ্যায় জানান, লোকাল ট্রেন চালানোর জন্য কোনো সঠিক তথ্য তাদের কাছে এখনো আসেনি। আর স্পেশ্যাল ট্রেন শুধুমাত্র রেলকর্মীদের জন্য। তাই সাধারণ যাত্রীদের তাতে উঠতে দেওয়ার নিয়ম নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct