আপনজন ডেস্ক: দেশের মধ্যে সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকেই সবচেয়ে বেশি সাংসদ সংসদের আসেন। মূলত এই রাজ্যের উপর নির্ভর হয়ে থাকে দেশের সরকার গড়ার বিষয়টি। সেই উত্তরপ্রদেশের শাসন ক্ষমতায় রযেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেখানকার শাসন ব্যবস্থা নিযে নানা প্রশ্ন উঠতে শুরু করে। সম্প্রতি হাথরসের দলিত কন্যাকে নৃশংসভাবে হত্যার ঘটনা তা আঙুল তুলে দেখিয়ে দেয়। শুক্রবার সমীক্ষক সংস্থা ‘পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার’ বা ‘পাই’ যে পাবলিক অ্যাফেয়ার্স সূচক ২০২০ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশের মধ্যে রাজ্য সুসংহত শাসন ব্যবস্থার নিরিখে সবচেয়ে পশ্চাদে অবস্থান করছে উত্তরপ্রদেশ। আর সবচেয়ে সেরা তকমা পেয়েছে মধ্যে কেরল। মূলত কোন রাজ্যের বাসিন্দাদের মধ্যে জীবনধারণের মান নির্ধারিত হয় সুসংহত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সূচকে।
বেঙ্গালুরু ভিত্তিক অলাভজনক সংস্থা নিরিখে সমীক্ষাটি করে পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে সংগঠিত ‘পাবলিক অ্যাফেয়ার্স সূচক ২০২০’ রিপোর্ট প্রকাশ করা হয় শুক্রবার।
সুসংহত শাসন ব্যবস্থার নিরিখে পাবলিক অ্যাফেয়ার্স সূচক তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমটি বড় রাজ্য, দ্বিতীয়টি ক্ষুদ্র রাজ্য তৃতীয়টি কেন্দ্রশাসিত রাজ্য।
এই রিপোর্ট সুসংহতভাবে রাজ্য পরিচালনায় মানুষের উন্নয়নের নিরিখে সম্পন্ন হয়। প্রশাসনের কর্মক্ষেত্র উন্নয়নের ভিত্তিতে তৈরি পাবলিক অ্যাফেয়ার্স সূচকে শীর্ষে স্থান পেয়েছে দক্ষিণ ভারতের চারটি রাজ্য কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, কর্নাটক। আর সবচেয়ে নীচে অবস্থান করছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তার উপরে রয়েছে ওড়িশা ও বিহার। তবে ক্ষুদ্র রাজ্যগুলির মধ্যে গোয়া, মেঘালয় ও হিমাচল প্রদেশ উপরের দিকে অবস্থান করছে।
‘পাই’ সুসংসহত শাসন ব্যবস্থার যে অ্যাফেয়ার্স ইনডেক্স প্রকাশ করেছে তাতে কেরল পেয়েছে ১.৩৮৮ পয়েন্ট। তামিলনাড়ু ০.৯১২ পয়েন্ট, অন্ধ্রপ্রদেশ ০.৫৩১ পয়েন্ট, কর্নাটক ০.৪৬৮ পয়েন্ট। আর পশ্চিমবঙ্গের স্থান ১২ নম্বরে। পশ্চিমবঙ্গের সূচক ০-.০৪৯। পশ্চিমবঙ্গের অবস্থান অসমের উপরে। আর সবচেয়ে পিছিয়ে পড়া উত্তরপ্রদেশের ইনডেক্স -১.৪৬১, ওড়িশা -১.২০১ এবং বিহার -১.১৫৮।
ছোট রাজ্যগুলির মধ্যে গোয়া সবার উপরে রয়েছে। গোয়ার পয়েন্ট ১.৭৪৫, মেঘালয় ০.৭৯৭ ও হিমাচল প্রদেশ ০.৭২৫। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে ভাল চণ্ডীগড়। চণ্ডীগড়ের সূচক ১.০৫ পয়েন্ট। পুদুচেরির ০.৫২ পয়েন্ট, লাক্ষাদ্বীপের ০.০০৩ পয়েন্ট, নগর হাভেলির ০-০.৬৯।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct