আপনজন ডেস্ক: পাহাড়প্রমাণ চাপের কাছে নতী স্বীকার করে ক'দিন আগে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ পদত্যাগ করেছেন। তবে যাওয়ার আগে অনেক হিসাব-কিতাব করেছেন।কাতালান শিবির তার ওপর থেকে আস্থা হারিয়েছে। অন্যদিকে বার্সা আছে আর্থিক সংকটে। ফুটবলাররা আবার বেতন কম নিতে রাজি না। বার্তমেউ ছিলেন উভয় সংকটে। তার সময়ে বার্সা দেওলিয়া হয়ে যেতে পারে বিষয়টি বুঝে শুনেই দায়িত্ব ছেড়েছেন বার্তামেউ। এখন বার্সার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বে যিনি রয়েছেন,তার দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করা এবং বার্সার আর্থিক টানা পোড়েন থামানো। কিন্তু কাজটা সহজ নয়। কারণ জানুয়ারির মধ্যে ফুটবলারদের ১৯০ মিলিয়ন ইউরো বেতন-ভাতা দিতে হবে বার্সার। সেটা বার্সার পক্ষে আপাতত সম্ভব নয়। আগামী বুধবারের মধ্যে মেসি-পিকেরা অন্তত ৩০ শতাংশ বেতন কম না নিলে বার্সা তাই জানুয়ারির মধ্যে দেওলিয়া হয়ে যাবে। দাবি স্প্যানিশ সংবাদ মাধ্যম আরএসি-ওয়ানের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct