আপনজন ডেস্ক: করোনার অ্যান্টিবডি কারও শরীর থেকে কমে গেলেও পুনরায় আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, 'করোনা গবেষণার বড় অংশজুড়ে রয়েছে অ্যান্টিবডি এবং অন্যান্য প্রতিরোধকারী ক্ষমতা। কারণ ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত একজন কোভিড-১৯ রোগী সুস্থ হওয়ার পর কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকতে পারেন তা জানা বেশ জরুরি। অ্যান্টিবডি সংক্রান্ত কয়েকটি গবেষণা ফলাফল এই সপ্তাহে প্রকাশিত হওয়ার পর সাংঘর্ষিক ফলাফল নিয়ে দ্বিধা তৈরি হয়। নিউ ইয়র্কের বিজ্ঞানীদের জার্নাল সায়েন্সে প্রকাশ করা এক গবেষণায় বলা হয়েছে, প্রতিরোধ সিস্টেমে তৈরি হওয়া কোভিড-১৯ অ্যান্টিবডি প্রায় পাঁচ মাস পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। এর দুই দিন আগে ইংল্যান্ডের অংশগ্রহণকারীদের ওপর পরিচালিত অন্য এক গবেষণায় বলা হয়, সুস্থ হওয়া রোগীদের অ্যান্টিবডির মাত্রা দ্রুত কমছে। পুনরায় পর্যালোচনার অপেক্ষায় থাকা ওই গবেষণায় বলা হয় তিন মাসের ব্যবধানে অ্যান্টিবডির মাত্রা ২৬ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। বিশেষজ্ঞই একমত পোষণ করেছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির মাত্রা কমে যাওয়া প্রত্যাশিত আর এই কমে যাওয়া সামগ্রিকভাবে উদ্বেগজনক নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct