আপনজন ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতি নিয়ে রবিবার লুজন দ্বীপে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় গনি ২১৫ থেকে ২৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে রবিবার ব্যাপক তাণ্ডব চালাতে পারে লুজনে। ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বর্ষণে ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছেন কর্মকর্তারা। এর আগে ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান তাণ্ডব আঘাত হানে। এতে দেশটিতে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষ মারা যান।ফিলিপিনো প্রেসিডেন্টের শীর্ষ সহযোগী ও পার্লামেন্টের সিনেটর ক্রিস্টোফার গো বলেন, 'আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠিন এক সময় পার করছি। এর মাঝেই আরেক দুর্যোগ হাজির হয়েছে। লোকজনকে সরিয়ে নেওয়ার সময় ভাইরাসের বিস্তার যাতে না ঘটে সেটি স্থানীয় কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct