আপনজন ডেস্ক: একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ইরাকের দক্ষিণাঞ্চলে কমপক্ষে তিনজন নিহত ছাড়াও ৫০ এর বেশি মানুষ আহত হয়েছেন। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এখনও এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। দুজন শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে শিয়া মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বাগদাদ থেকে ২৭০ কিলোমিটার দূরের সামওয়া নামক শহরের পাশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণটি ঘটে। শিয়া মিলিশিয়াদের শিবিরের পাশ দিয়ে গিয়েছেন গ্যাস পাইপলাইনটি। গ্যাস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে বিস্ফোরণস্থলের পাইপলাইনটিতে ছিদ্র দেখেছিলেন। গ্যাস সংযোগ বন্ধ করে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। লাইনটির ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সংকট যেন না হয় এ জন্য বিকল্প পাইপলাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct