আপনজন ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারে পাকিস্তান ২৮২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে থমকে যায় ২৫৫ রানে। আর এতে তারা ২৬ রানে হার স্বীকার করে।
রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। ৪৭ রানে প্রথম উইকেটে হিসেবে ওপেনার আবিদ আলীকে (২১) হারালেও পাকিস্তানকে লড়াকু ইনিংস এনে দেন ইমাম-উল-হক (৫৮) ও হারিস সোহেল (৭১)। এছাড়া ২৬ বলে ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন ইমাদ ওয়াসিম। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ২টি উইকেটে পান ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চিসোরো।
২৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্রেন্ডন টেইলরের সেঞ্চুরিতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জিম্বাবোয়ে। চামু চিভাবার দল ৪৯.৪ ওভারে ১০ উইকেটে হারিয়ে করতে পারে ২৫৫ রান। তারমধ্যে শেষদিকে পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে সামনে ২১ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। তার আগে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন টেইলর ও ওয়েসলি মাধিভেরে। মাধিভেরে ব্যক্তিগত ৫৫ রানে দলীয় ২৩৪ রানের মাথায় পঞ্চম উইকেট হিসেবে সাজঘরে ফেরার পরপরই ভাঙন শুরু হয় জিম্বাবোয়ে শিবিরে। দলীয় ২৪০ রানে ফেরেন টেইলরও। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১১৭ বলে ১১২ রানের ইনিংস খেলেন।পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৪৯ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। বাকি উইকেটটি নেন ইমাদ ওয়াসিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct