আপনজন ডেস্ক: গেইল যতটা হাসিখুশি, ততটাই আবেগী। মাঠে এর আগেও এর প্রকাশ ঘটেছে। তবে মাঠে তাকে লাগামছাড়া হতে সেভাবে দেখা যায়নি। মাঠে নিজের ওপর রাগে ফুঁসে উঠেছেন, এমন দূশ্য আগে দেখা গিয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। তবে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস ম্যাচে ৯৯ রানে আউট হওয়ার পর গেইল নিজেকে কোনওভাবেই ধরে রাখতে পারেননি। ব্যাটটা-ই ছুড়ে মারলেন। সেই ম্যাচে তিনি গড়েছেন টি-২০তে হাজার ছক্কা মারার রেকর্ড। তা সত্ত্বেও সামান্যের জন্য আউট হয়ে যাওয়ায় গেইল—ফুঁসে উঠলেন।৬৩তম বলটা ঠিকভাবে খেলতে পারেননি বলে আর ১ রান যোগ করা হয়নি নামের পাশে। সেই ১ রান করতে না পারার ক্ষোভ উগরে দিয়েছেন। এ জন্য আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে গেইলকে জরিমানাও গুনতে হয়েছে।
পাঞ্জাবের ইনিংসে শেষ ওভারে বাকি তখন ৪ বল। গেইলকে ইয়র্কার মারতে গিয়ে ঊরু সমান উচ্চতায় ফুল টস মেরে বসেন জোফ্রা আর্চার। লং অনের ওপর দিয়ে সীমানা পার করে ১০০১তম ছক্কা পেয়ে যান পাঞ্জাব তারকা। সেঞ্চুরি পেতে দরকার ছিল আর মাত্র ১ রান। তখন মানসিক লড়াইয়ে জয়ী হয়েছেন আর্চারই। চতুর্থ ডেলিভারিটি ছিল পায়ের পাতার সামনে ফেলা ইয়র্কার। গেইলে ব্যাটে খেলতে না পারায় নিজের স্টাম্প বাঁচাতে পারেননি। ডেথ ওভারে আর্চার ব্যাটসম্যানের ইয়র্কার লেংথে বল করার চেষ্টা করবেন সেটাই স্বাভাবিক। গেইল ভুলটা বুঝতে পেরেই সম্ভবত নিজেকে ক্ষমা করতে পারেননি। আর সেই রাগ তিনি মিটিয়েছেন ব্যাটের ওপর। বলটা মিস করার পর ঘুরে তাকিয়ে দেখলেন স্টাম্প ছত্রখান। ব্যস, রাগে ব্যাটটা উইকেটে মারতে গিয়ে ছুড়লেন মিডউইকেট বরাবর। তখন সেখানে কোনো ফিল্ডার ছিলেন না। ব্যাটটা ছুড়েই হাঁটা ধরেন গেইল।পথে হাত মেলান আর্চারের সঙ্গে। এর মধ্যে অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটটা কুড়িয়ে এনে গেইলের হাতে তুলে দেন। আইপিএলে আচরণবিধি ভাঙার দায়ে তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct