আপনজন ডেস্ক: ক্রমে বার্সায় মেসি আধিপত্য বাড়ছে। ক'দিন আগে পদত্যাগ করেছেন খোদ বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তেমেউ। অনেকে মনে করছেন, এখন মেসির ওপর নির্ভর করছে নতুন কোচ কোম্যানের ভবিষ্যত। মেসি চাইলে কোম্যানকে ছুটি করে দিয়ে গুরু পেপ গুয়ার্দিওয়ালাকে বার্সায় ডাকতে পারেন। যদিও এদিন সে সম্ভাবনা উড়িয়ে দিলেন ম্যানসিটি কোচ পেপ। তিনি মনে করেন, বার্সেলোনায় ফিরে যাওয়ার থেকে ম্যাঞ্চেস্টার সিটিতেই থাকা ভালো। তিনি আপাতত সিটির বস হয়েই লন্ডনে থাকতে চান।
সামনের গ্রীষ্মে সিটিজেনদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে গুয়ার্দিওয়ালার। বার্সেলোনার সভাপতি প্রার্থী হিসেবে এগিয়ে ভিক্টর ফন্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নির্বাচনে জয়ী হতে পারলে তিনি সবার আগে ৪৯ বছর বয়সী কোচ গুয়ার্দিওয়ালাকে আবারও ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নিয়ে আনবেন। যদিও পেপ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ম্যানসিটিতে তিনি দারুন স্বস্তিতে রয়েছেন, আনন্দে রয়েছেন। এ ব্যাপারে সিটি বস বলেন, ‘আমি এখানে সত্যিই দারুন খুশী। আশা করছি এই মরশুমে ভালো কিছু করতে পারলে আগামীদিনে একটা লম্বা সময় এই ক্লাবে থাকার সুযোগ হবে।’
গত প্রিমিয়ার লিগে দলকে তেমন একটা সাফল্য দিতে পারেননি গুয়ার্দিওয়ালা। এমনকি চলতি মরশুমের শুরুটাও সিটির জন্য এখনও খুব একটা আশাব্যঞ্জক হয়নি। ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করার পর পুনরায় লড়াইয়ে ফিরে আসার আশা করছে সিটিজেনরা। ইনজুরির কারণে তালিকা থেকে গাব্রিয়েল জেসুস ও নাথান আইকেকে দলে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন। ব্যস্ত প্রিমিয়ার লিগ মরশুমে খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি বিবেচনা করে পুনরায় পাঁচজন খেলোয়াড় বদলীর নিয়মটি চালুর ব্যপারে মত দিয়েছেন তিনি। এ সম্পর্কে পেপ বলেন, 'এটা সকলের জন্যই প্রযোজ্য। এখানে শুধুমাত্র একটি ক্লাব এর থেকে সুবিধা নিতে পারবে না। কোন ক্লাবই এই বিষয়টির প্রতি নেতিবাচক মনোভাব পোষন করেনি। আগের মরশুমের তুলনায় এ বছর প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা ৪৭ শতাংশের বেশী পেশীর ইনজুরিতে পড়েছে। বেশীরভাগ ক্লাবই গত মরশুম শেষ হওয়ার পর কোন ধরনের প্রস্তুতি ছাড়াই নতুন লিগে খেলতে এসেছে। আশা করছি সংশ্লিষ্ঠরা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct