আপনজন ডেস্ক: ব্যাপক উদ্দীপনার মধ্যে মালদা জেলা জুড়ে পালিত হল বিশ্বনবী হযরত মুহাম্মদ সা.-এর জন্মদিবস ঈদ-এ মিলাদুন্নবী। অন্যান্য বছরের মতো এবছরও মালদা শহর মুসলিম কমিটির উদ্যোগে বিবিগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমার পাশাপাশি মহেশমাটি, হায়দারপুর, মীরচক, বাঁশবাড়ি, ফুলবাড়ি, বক্ষাটুলি, পিরোজপুর সহ বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে। প্রতিটি মুসলিম মহল্লায় শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের কোথাও জলপান, মিষ্টান্ন, শিরনী দিয়ে উৎসাহিত করা হয়।
এদিনের শোভাযাত্রায় পা মেলান রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নুর, ইংরেজবাজারের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ, কাউন্সিলর আশিস কুন্ডু, শুভময় বসু সহ শহর মুসলিম কমিটির কর্তারা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মিছিলে অংশগ্রহণকারীদের মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মানা বাধ্যতামূলক করা হয়েছিল। এছাড়াও মিছিলে শিশুদের অংশগ্রহনে নিষেধাজ্ঞা ছিল।মিছিলে প্রায় ১৫ হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। ঈদ-এ মিলাদুন নবী উদযাপন কমিটির পক্ষ থেকে ১৫ হাজার মাস্ক বিতরণ করা হয় বিভিন্ন মসজিদ ও মুসলিম মহল্লাগুলিতে।
মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে মালদা শহরের বিবিগ্রাম, পিরোজপুর, মিরচক, গয়েসপুর, কোঠাবাড়ি, বক্ষাটুলি সহ একাধিক মুসলিম মহল্লাগুলি রঙবেরঙের আলোকসজ্জা ও তোরণে সাজিয়ে তোলা হয়েছে। আবার কোথাও জালসা, রাসূল সা.-এর জীবনী নিয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়। ইংরেজবাজার শহরের মুসলিম মহল্লার ধর্মপ্রাণ মানুষজন সকলের মঙ্গল কামনায় দোয়া করেন।
পাশাপাশি মিছিল পরিক্রমা যাতে সুনির্দিষ্টভাবে সম্পন্ন হয় তার জন্য পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঈদ-এ মিলাদুন নবী উদযাপন কমিটির সম্পাদক জসিমুদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য বিধি মেনে এবার বিশ্বনবী দিবস পালন করা হয়। মিছিলে প্রত্যেকের মুখে ছিল মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। ১৫ হাজার মাস্ক মিছিলের আগের দিন মসজিদ ও মুসলিম মহল্লাগুলিতে বিতরণ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct