আপনজন ডেস্ক: বিভিন্ন সময় দেখা যায় এক ধর্মের মানুষ অন্য ধর্মের কারোর সঙ্গে বিয়ে করার আগে ধর্মান্তরিত হয়ে থাকেন। কারণ, সেই ধর্মের রীতি অনুযায় ভিন ধর্মে বিয়ে সিদ্ধ নয়। কিন্তু শুধু মাত্র বিয়ের জন্য ধর্মান্তর হলে তা আইনসিদ্ধ হবে না বলে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। গত মাসে এ ব্যাপারে এক রায়ে এলাহাবাদ হাইকোর্ট বলেছে, শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি মাহেশ চন্দ্র ত্রিপাঠির বেঞ্চে মাসখানেক আগে নুরজাহান বেগম নামে এক মহিলা আর্জি জানান, তিনি গত ২৯ জুন ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর হয়েছেন। নাম নিয়েছেন অঞ্জলি মিশ্র। আর ৩১ জুলাই তার বিয়ে হয়েছে হিন্দু শাস্ত্র মতে। কিন্তু বিচারপতি ত্রিপাঠি ২০১৪ সালের এক রায়ের নমুনা উদাহরণ টেনে দেখেন শুধুমাত্র বিয়ের জন্য ধর্মান্তর গ্রহণযোগ্য নয়। ২০১৪ সালের ওই ঘটনাটি ঘটেছিল এ্খনকার ঘটনার ঠিক উল্টো। এক হিন্দু মহিলা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুধুমাত্র বিয়ের জন্য। ইসলাম ধর্ম সম্বন্ধে ওই মহিলাটির কোনও ধারণা না থাকায় শুধু বিয়ের জন্য ধর্মান্তরকে অগ্রহণযোগ্য বলে রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেই উদাহরণ তুলে এদিন বিচারপতি মাহেশ চন্দ্র ত্রিপাঠি নুরজাহানের ধর্মান্তরকে অগ্রহণযোগ্য বলে রায় দেন। তবে, বিচারপতি এই ভিন ধর্মের দম্পতির নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও উত্তরপ্রদেশ প্রশাসনকে নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct