আপনজন ডেস্ক: হযরত মুহাম্মদ সা.-এর কার্টুন প্রকাশের স্বাধীনতা ফ্রান্সের প্রেসিডেস্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরব হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এদেশেও ফরাসি পণ্য বয়কটের ডাক দিরেন মুসলিমরা। দেশের মুসলিমদেরি অন্যতম শীর্ষ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ভারতের মুসলিমদের ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সোশ্যাল মিডিয়া ডেস্কের ইন চার্জ ও বোর্ডের সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরাইন মাবফুজ রহমানি এক বিবৃতিতে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এর আগে জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানিও ফরাসি পণ্য বয়কটের ডাক দেন।
তবে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড হযরত মুহাম্মদ সা.-এর কার্টুন নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিবৃতিকে সমর্থন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দেওয়ার বিরোধিতা করেছেন। বোর্ডে অভিযোগ করেছে, ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিম বিরোধী মনোভাবকে বিদেশ মন্ত্রক সমর্থন জানানোয় তা আন্তজার্তিক মান্যতাকে লংঘন করেছে।
এদিকে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ইকবাল ময়দানে মুসলিমরা এক ম্যাক্রোঁ বিরোধী জমায়েত কররে। ওই সমাবেশে ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মনোভাবের তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct