আপনজন ডেস্ক: হযরত মুহাম্মাদ সা.-এর বিরুদ্ধে কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে দেশের মুসলিমদের অন্যতম বৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। এ ব্যাপারে জসিয়তের সর্বভারতীয় সেক্রেটারি মহাসচিব মাহমুদ মাদানী। বুধবার সংবাদমাধ্যমে জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ফরাসি পণ্য বয়কটের এই আহ্বান জাননো হয়।
জমিয়তে উলামায়ে হিন্দের ওই বিবৃতিতে সংগঠেনের সেক্রেটারি মহাসচিব মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবমাননা কোনো বিবেকসম্পন্ন লোক মেনে নেবে না। তিনি এজন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের তীব্র নিন্দা জানান। মাওলানা মাদানী বিবৃতিতে বলেন, ফ্রান্সের বিরুদ্ধে পণ্য বয়কট আন্দোলনসহ শান্তিপূর্ণ প্রতিবাদের সকল উপায়কে সমর্থন করছি।
উল্লেখ্য, চলতি মাসে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পড়াতে গিয়ে স্যামুয়েল প্যাটি নামে ৪৭ বছর বয়স্ক এক স্কুল শিক্ষক ক্লাসে হযরত মুহাম্মদ সা.কে নিয়ে কার্টুন প্রদর্শন করেন। এতে ১৮ বছরের এক চেচেন তরুণ ওই শিক্ষককে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শিক্ষকের প্রতি সম্মান জানাতে গিয়ে ইসলাম ও বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct