আব্দুস সামাদ মণ্ডল, বিষ্ণুপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরের বগডহরা গ্রামে গ্রামেরই দুই তরুণ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ভাল র্যা ঙ্ক করায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হল ‘আইমা’-র বাঁকুড়া জেলা কমিটি। বৃহস্পতিবার অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পীরজাদা রুহুল আমিন ভাইজানের নির্দেশমতো বগডহরা গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য. এই গ্রামের আমিরুল শাহ ও সাহিল হোসেন মণ্ডল নিট-এ ভাল রেজাল্ট করার কারণে হবু ডাক্তার হিসেবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এই দুজনই খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। সাহিল হোসেনের বাবা ফেরওিয়ালার কাজ করে সংসার নির্বাহ করেন। আর আমিরুলের বাবা একবারেই ক্ষুদ্র চাষি। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইমা বাঁকুড়া জেলা সম্পাদক সাহেদ পাহলোয়ান, বিষ্ণুপুর ব্লক সভাপতি সাইফুদ্দিন মণ্ডল, ব্লক সম্পাদক মাতবর সেখ, ব্লক সহসভাপতি সেলিম খাঁন, মাসুদ সেখ,আলতাব মন্ডল,জিয়ারুল মল্লিক, সাদ্দাম খাঁন, মৈইনুদ্দিন বায়েন সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct