আপনজন ডেস্ক: হাওড়া জেলার পাঁচলা ব্লকের “মাদ্রাসা দারুল উলুম জাব্বারিয়া গাববেড়িয়া” প্রাঙ্গণে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হল “হাওড়া জেলা রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া”র বাৎসরিক অধিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সম্পাদক মুফতি আব্দুস সালাম এবং মুফতি মিসবাহুল ইসলাম। অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন হাওড়া জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের সম্পাদক হাফেজ আব্দুল খালেক এবং রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া-র জেলা সভাপতি মুফতি ওয়াসিমুল বারী, জেলা নাজিম মুফতি জুবায়ের আহমাদ খাঁন ও আলেম-এ দ্বীন মুফতি আজম হুসাইন প্রমুখ। এ ছাড়াও ছিলেন জেলার সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলির শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা। অধিবেশনের মূল আলোচ্য বিষয়ের মধ্যে দ্বীনী তালিম বোর্ড গঠন। তারপর রাবেতার যে নির্দিষ্ট সিলেবাস আছে, সেই অনুযায়ী পঠন পাঠন চালু করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।জানালেন বোর্ডের রাজ্য কমিটির সম্পাদক মুফতি আব্দুস সালাম। অন্যান্য বিশিষ্টজনেরাও দ্বীন শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আলোচনায় অংশ নেন। এই বিষয়ে জেলার নাজিম ও হাফিজ আব্দুল খালেক জানান যে, আল্লাহ্-র ইচ্ছায় তারা এগিয়ে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct