আপনজন ডেস্ক: করোনার কারণে দীর্ঘ ৮ মাস পর ১ নভেম্বর থেকে বহির্বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ওমরাহ পালন করতে পারবেন। সৌদি ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুর রহিম ওজান একথা জানিয়েছেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সার্কুলার থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব মুসলমান ওমরাহ পালনে আগ্রহী তাদের জন্য কিছু শর্ত রয়েছে। যেমন, ১৮ থেকে ৫০ বছরের বয়সীরা ওমরাহ পালন করার সুযোগ পাবেন। উল্লেখিত দেশগুলো থেকে কমপক্ষে ৫০ জনের গ্রুপ করে ওমরাহ পালন করার আবেদন করতে হবে। সৌদি আরবে প্রবেশ করার আগে ৭২ ঘণ্টা বা কমপক্ষে তিন দিন ফোলবোর্ড হোটেল বুকিং নিশ্চিত করতে হবে এবং এই ৭২ ঘণ্টা আগত ওমরাহ পালনকারীদের হোটেলে অবস্থান করতে হবে। সৌদি ওমরাহ কোম্পানির তত্ত্বাবধানে এতেমারনা অ্যাপস এ আবেদনের মাধ্যমে অনুমতি সাপেক্ষে একজন গাইড এর অধীনে ৫০ জনের গ্রুপ নিয়ে ওমরাহ করতে পারবেন। এছাড়া অনুমোদিত পিসিআর ল্যাব থেকে ফ্লাইট এর ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ওমরাহ আদায়, মক্কা মদিনা রওজা শরীফ জিয়ারত করার জন্য এতেমারনা অ্যাপসের মাধ্যমে তসিরিয়া বা অনুমতি নিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct