আপনজন ডেস্ক: মহানবী মুহাম্মদ (সা.) কে অপমান করে গাওয়া গান ইউটিউবে শেয়ার করছে ইসরায়েলি ফুটবল ভক্তরা। আরব সদস্য আয়মান ওদেহ ইসরায়েলের পার্লামেন্ট এমন অভিযোগ করেছেন। ওদেহ বলেন, ইসরায়েলি ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের ভক্তরা সম্প্রতি ইউটিউবে মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক গান প্রকাশ করেছে। বিশ্বে ইসলাম ভীতিমূলক উস্কানির প্রেক্ষাপটে সম্প্রতি জনপ্রিয়তা পেতে শুরু করে ওই গানগুলো।' আপত্তিজনক এসব গান মুছে দিতে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান ইন্টারনেট জায়ান্ট গুগলের প্রতি আহ্বান জানিয়েছেন ওদেহ। ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর আপত্তিজনক ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে পুরো মুসলিম বিশ্ব প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর এরই মধ্যে ইসরায়েলের ফুটবল ভক্তরা ইসলাম ও রাসুল (সা.) কে নিয়ে আপত্তিজনক গান প্রকাশ করে উস্কানি আরও বাড়াতে চাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct