আপনজন ডেস্ক: ভালোবাসার মানুষটি কেমন হবে আপনার জন্য, সেটা জানতে ছোট্ট একটা পরীক্ষা যথেষ্ট।যদিও প্রথম প্রথম সবাই প্রেমিক/প্রেমিকাকে ছাড়া কিছুই বোঝে না। তবে যত দিন যায়, ভালোবাসার মাঝে অনেক সময় চিড় ধরতে শুরু করে। আপনার প্রিয়জন মনের মতো কিনা, এই কৌশলে তা বুঝতে পারবেন মাত্র ৩০ সেকেন্ডেই। প্রথমে নতুন পরিচয়ের সময় নজর রাখুন আর্থ-সামাজিক দিক দিয়ে নিজের থেকে নিম্নবস্থানের মানুষের প্রতি তার আচরণ কেমন সেই দিকে। রিক্সাচালক, বাসের কন্ডাকটরের সঙ্গে তার আচরণ কেমন? রেস্তোরাঁয় ওয়েটারদের সঙ্গে তার কথা বলার ভঙ্গি কেমন? এই মানুষগুলোর সামান্যতম সুবিধা-অসুবিধার কথা কি সে চিন্তা করে? সেই মানুষটি অন্যদের প্রতি আচরণ যদি নম্র, ভদ্র হয় তবে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা ভাবতে পারেন। এছাড়া আপনার সঙ্গে মিষ্টি আচরণ আর অন্যদের সঙ্গে যদি তার আচরণে দাম্ভিকতা প্রকাশ পায়, তাহলে সেখানে সমস্যা আছে। হয়তো আপনার ভালোলাগা অর্জনের জন্যই নম্র আচরণের মুখোশ পরে আছে ওই ব্যক্তি। ওই মানুষগুলি বাইরের দিক থেকে যতই পছন্দ হোক না কেন, তার সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক না যাওয়া ভালো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct