আপনজন ডেস্ক: মোট ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৩৫১৭টি প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের জন্য IBPS-এর মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, যার আবেদনের শেষ সময়সীমা ১১ নভেম্বর অবদি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনে CRP-PO/MT-X-এর আওতায় নির্বাচনে অনলাইন প্রিলি এগজামিনেশনের চক্র বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ এবং ৬ জানুয়ারি IBPS প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ১০ দিন আগে থেকে কল লেটার পাওয়া যাবে।
কাজেই আগামী দুই সপ্তাহ ব্যাংক চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মোট শূন্য আসন ৩ হাজার ৫১৭টি। বিজ্ঞপ্তি অনুসারে মোট ৩ হাজার ৫১৭টি শূন্য আসনের মধ্যে ১ হাজার ৪২৬টি অসংরক্ষিত। বাকি আসনগুলি সরকারি নিয়ম অনুসারে SC, ST, OBC এবং EWS-এর জন্য সংরক্ষিত।
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। থাকতে হবে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর। IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হলেই করা যাবে আবেদন।
তবে চলতি বছরের ১১ অক্টোবরের মধ্যে এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct