আপনজন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই যে কাউকে হেনস্থা করা যায় না - কলকাতা পুলিশের উদ্দেশ্য এদিন এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, "সরকারের সমালোচনা করে কিছু পোস্ট করলেই তা এফআইআর করার মতোন কিছু নেই। এটিকে অপরাধ বলে গণ্য হয় না।"
তবে হঠাৎ এমন মন্তব্যের উৎপত্তি কীভাবে?
জানা গেছে, মার্চের লকডাউনের শুরুতে রোশনি বিশ্বাস নামে এক মহিলা কলকাতার রাজাবাজারে মানুষের ভিড় দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সক্রিয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন। এবং নানান সমালোচনা করেন সরকারের সক্রিয়তার বিরুদ্ধে।
এরপরেই তাঁর এমন সমালোচনার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় কলকাতা পুলিশ। করা হয় এফআইআর। এমনকি তাঁর বিরুদ্ধেই সাম্প্রদায়িক বিভাজন তৈরি, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া, মানহানি, শান্তিভঙ্গ ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ আনে পুলিশ। আর কলকাতা পুলিশের এই সমনকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। আর তাতেই এমন রায় সুপ্রিম কোর্টের।
আদালত এদিন জানিয়েছে, "এভাবে তুচ্ছ কারণে পুলিশ যদি সাধারণ মানুষকে সমন পাঠিয়ে হেনস্থা করা শুরু করে, তাহলে নাগরিকের বাকস্বাধীনতা ও গনতান্তিকতা রক্ষা করতে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে।"
শুধু তাই নয়, বিচারপতিরা বলেন, "যদি বিদেশি কেউ সরকারের বিরুদ্ধে কিছু লেখে তাহলে কি রাজ্য সরকার তাঁকে কলকাতা, চণ্ডীগড় বা মণিপুরে হাজিরা দিতে বাধ্য করতে পারবে? বলতে পারবে, দাঁড়া এবার তোকে উচিত শিক্ষা দিচ্ছি? এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। দেশটাকে স্বাধীন থাকতে দিন।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct