আপনজন ডেস্ক: বিশ্বের ফুটবল তারকাদের পাশাপাশি এবার কোরোনা আক্রান্ত ফিফা প্রেসিডেন্টও। মঙ্গলবার রাতেই ফিফা বিবৃতি দিয়ে একথা জানায়। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের বিবৃতিতে বলে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ইনফান্তিনো। অবশেষে পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তার। অন্তত দশদিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। তারপর ফের পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে তবেই ছাড়া পাবেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ইনফান্তিনো।
করোনা মহামারীর মাঝে কোথাও সফর না করলেও সম্প্রতি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ইজরায়েল , আরব আমিরশাহী এবং বাহরিনের মধ্যে শান্তি চুক্তি সাক্ষরিত হওয়ায় একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতেই উপস্থিত ছিলেন ইনফান্তিনো। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন কি না, এখনো জানা যায়নি।
তবে ফিফার তরফ থেকে বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিগত কয়েকদিন যাঁরাই ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন নিজেদের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেন।