আপনজন ডেস্ক: ক্ষমতা অপব্যবহার করে নিয়োগ করার দায়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার রাষ্ট্রপতির নি্র্দেশের কারণে যোগেশ ত্যাগীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
সপ্তাহ খানেক আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এ ব্যাপারে এক অভিযোগ করে রাষ্ট্রপতির কাছে। তাতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিরুদ্ধে তদন্তের আবেদন করে মন্ত্রক। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি এ ব্যাপারে সবুজ সংকেত দেন বলে জানা যায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রক বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। কারণ তিনি যদি অফিসে থাকেন তাহলে তদন্তে তার প্রভাবিত করার সম্বাবনা থাকতে পারে। তাই অস্থায়ীভাবে অধ্যাপক পিসি জোশী অস্থায়ী উপাচার্যের পদে থাকবেন।
উল্লেখ্য, প্রায় চার মাস ধরে ছুটিতে আছেন ত্যাগী। সেসময় তিনি চিকিৎসার জন্য দিল্লির এইমস্–এ ভর্তি হয়েছিলেন। তার পর থেকেই জোশীই তাঁর দায়িত্ব সামলাচ্ছেন ১৭ জুলাই থেকে। কিন্তু ত্যাগী প্রো–ভিসির পদ থেকে জোশীকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের নন–কলেজিয়েট উইমেন্স এডুকেশন বোর্ডের ডিরেক্টর গীতা ভাটকে সেই পদে বসানোর পরই সেই নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে বিকাশ গুপ্তার নিয়োগে সিলমোহর দেয় এক্সিকিউটিভ কাউন্সিল। তারপর জোশী বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এদিনই ত্যাগীও কার্যকরী রেজিস্ট্রার এবং দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর হিসেবে পিসি ঝায়ের নিয়োগে অনুমোদন দিয়ে তার বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক হস্তক্ষেপ করে ঘোষণা করে ছুটিতে থাকার কারণে ত্যাগীর অনুমোদন কার্যকর হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct