আপনজন ডেস্ক: দল নির্বাচন কিসের ভিত্তিতে, প্রশ্ন তুললেন বেঙ্গসরকার। সোমবারই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই জায়গা হয়নি চলতি আইপিলে ফর্মে থাকা সূর্যকুমার যাদবের।
রোহিত শর্মাকে বাইরে রাখা নিয়েই প্রবল বিতর্কের সঙ্গেই প্রশ্ন উঠছে সূর্যকুমারকেও জায়গা না দেওয়ায়। বেশ কয়েক মরশুম ধরেই সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক সূর্যকুমার। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০১৯ এ সূর্যকুমারের সংগ্রহে ৪২৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন গত বছর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতেও দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হন। ৫১ রানের গড়ে করেছিলেন ৩৬০ রান। এমন পারফরমেন্সের পরেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
বেঙ্গসরকার তাই সরাসরি সৌরভের হস্তক্ষেপের দাবি করে বলেছেন, “এই মুহূর্তে সূর্য্কুমার ফর্মের তুঙ্গে রয়েছে। যদি ফর্ম এবং ফিটনেস বিবেচ্য না হয়, তাহলে যোগ্যতামান কী? কেউ কি আমাকে বলতে পারবে? রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় সূর্যকুমারকে রাখা উচিত ছিল মিডল অর্ডারকে শক্তপোক্ত করার জন্য। বোর্ড সভাপতি সৌরভকে দেখতে হবে সূর্যকুমারকে বাদ দেওয়ার পিছনে মোটিভ কী!” বেঙ্গসরকারের কথাতেই সায় দিয়ে টুইট করেছেন মনোজ তিওয়ারিও। তাঁর টুইটের বয়ান, “বেশ কয়েক বছর ধরে টানা পারফর্ম করেও সূর্যকুমার সুযোগ পাচ্ছে না। কিছুদিন পর আড্ডা দিতে গিয়ে লোকে বলবে ভুল সময়ে জন্মগ্রহণ করেছিল কিংবা খেলেছিল।
আমি বলব, তুমি তোমার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই খেলতে পারতে।” হরভজনও সূর্যকুমারকে বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার আগে সূর্যকুমার কেকেআর স্কোয়াডের অংশ ছিলেন। তিনি ২০১২ সাল থেকে ৯৬টি আইপিএল ম্যাচ খেলে করেছেন ১৮২৭ রান। টি২০ ক্রিকেটে সূর্যকুমার মোট ৩২৯৫ রান করেছেন তিনি।