আপনজন ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদকে সা.-এর ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবস্থান নেয়ায় ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে আরব দেশগুলো। তাদের সঙ্গে প্রায় সুর মিলিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও বয়কটের সরব হয়েছেন। এবার তাদের সঙ্গে পণ্য বয়কটের ডাক দিলেন মালয়েশিয়ায় অবস্থান করা ভারতীয় ইসলামি বক্তা ও পিস টিভির কর্ণধার ডা. জাকির নায়েক।
উল্লেখ্য, বেশ কিছু আইন লঙঘন করার দায়ে ভারতের তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই ডা. জাকির নায়েককে দেশে ফেরাতে রেড কর্নার নোটিশ জারি করেছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে ফ্রান্সের বিভিন্ন পণ্যের তালিকা শেয়ার করে জাকির নায়েক ফ্রান্সের সব সেবা ও পণ্য বয়কট করতে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদকে সা. অবমাননার কারণে আমাদের সবার উচিৎ ফ্রান্সের পণ্য ও সেবা বর্জন করা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে জাকির নায়েক বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসলামকে এমন একটি ধর্ম হিসাবে বর্ণনা করেছেন যা সারা বিশ্বে সংকটে রয়েছে। আসলে তিনি যে বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন তা হল ‘সমগ্র বিশ্বজুড়ে সঙ্কট সমাধানের সমাধান ইসলাম’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct