আপনজন ডেস্ক : করোনার আবহে গোটা দেশ, কাটেনি পুজোর রেশ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আনলক ফাইভের গাইডলাইন। আর তাতেও দেখা নেই "লোকাল ট্রেন" এর। কাজেই দীপাবলির আগে লোকাল ট্রেনের কথা ভাবাও দুঃস্বপ্ন।
লকডাউনের শুরুতে গত মার্চ থেকে কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন বন্ধ। শুধু বিশেষ ট্রেন চলছে এবং রেলকর্মীরা তাতেই যাতায়াত করছেন। কলকাতা লাগোয়া জেলাগুলির অর্থনীতি লোকাল ট্রেন বন্ধ থাকায় ক্রমশ বিধ্বস্ত হয়ে পড়ছেই বলা চলে।
রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালানোর জন্য পুজোর আগে তোড়জোড় শুরু করলে, বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ট্রেন চালানোর অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। কিন্তু নবান্ন লোকাল ট্রেন চালানোর প্রস্তাব খারিজ করে দেয় এবং এরপরেই এদিন কেন্দ্রের নির্দেশের ফলে লোকাল ট্রেন চলার সম্ভাবনা ৩০ নভেম্বর পর্যন্ত নেই বললেই চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct