আপনজন ডেস্ক: সোশ্যাল মিডিয়া ট্যুইটারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের বিরুদ্ধে অবপানজনক মন্তব্য করেছিলেন ডানপন্থী ডাচ এমপি গের্ট ওয়াইল্ডার্স। সেই মন্তব্য করার দায়ে তার বিরুদ্ধে মামলা (অপরাধমূলক অভিযোগ) করেছেন এরদোগান। ওয়াইল্ডার্স এরদোগানকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করায় প্রেসিডেন্টের আইনজীবী হুসেইন আইয়িন মঙ্গলবার এ মামলা করেন।
জানা গেছে, আঙ্কারার চিফ পাবলিক প্রসিকিউটর অফিসে এ অপরাধমূলক অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগ বলা হয়, সন্দেহভাজন উইল্ডার্স, তুরস্কের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বক্তব্য প্রকাশ করেন। সেখানে তুর্কি প্রেসিডেন্টের সম্মান ও মর্যাদার বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছে এবং তার ব্যক্তিত্ব, মর্যাদা ও খ্যাতিকে উদ্দেশ করে প্রকাশ্যে অপরাধ করেছে।
এর আগে রোববার পশ্চিম মালাটিয়া প্রদেশে নিজ দল একে পার্টির সভায় ওয়াইল্ডার্সকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেন এরদোগান। তিনি বলেন, ফ্যাসিজম আমাদের বইয়ে নেই, এটি আপনার বইয়ে আছে। আমাদের বইয়ে সামাজিক ন্যায় বিচার আছে।
প্রসঙ্গত, ওয়াইল্ডার্স ইসলাম বিরোধী অবস্থান নেন এবং ট্যুইটারে তুর্কি প্রেসিডেন্টের অপমানজনক ব্যাঙ্গচিত্র শেয়ার করেন। এরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগলুসহ অন্যান্য কর্মকর্তারা নিন্দা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct